আবদুর রাজ্জাক।।
দেশ ও সমাজ থেকে অন্যায়—অবিচার,সংগতি-
অসংগতি দূর করতে পারেন সাংবাদিকরা। তাই সুন্দর সমাজ বির্নিমাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার সাংবাদিকরা দেশের উন্নয়ন ও কক্সবাজারের পর্যটন খাতকে বিশ্বের দরবারে পরিচিত করতে প্রধান ভূমিকা রাখছেন,তা সত্যিই প্রশংসনীয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) কক্সবাজারের প্রবেশদ্বার লিংকরোডস্হ সানরাইজ চায়নিজ রেস্তোরাঁয় দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব কথা বলেন।
দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার সম্পাদক মিজানুর রশিদ মিজানের সভাপতিত্বে ও পরিচালনা সম্পাদক এইচ এম সোহেল এর
সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহসভাপতি ফরিদুল আলম শাহীন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল।
এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অত্র পত্রিকার কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply