1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
Latest Posts

জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ডেইলি মর্নিং টুডে পত্রিকার উদ্বোধন।

প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

মোঃ সফিউল আজম রুবেল ।
জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ডেইলি মর্নিং টুডে পত্রিকার উদ্ভোদন সম্পন্ন হয়েছে।।শুক্রবার ১ মার্চ বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উক্ত উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মাদকদ্রব্য নিয়মত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানী,,প্রধান আলোচক ছিলেন ডি আর ইউ’র সাধারণ সম্পাদক মহিউদিন আহমেদ, ডেইলি মর্নিং টুডে পত্রিকার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন,এক্সিকিউটিভ ডিরেক্টর সজল চৌধুরী,সিটি এডিটর ইলিয়াস তালুকদার, সাব এডিটর এডভোকেট ফারজানা আক্তার,সৌমেন সরকার, মাল্টিমিডিয়া ইনচার্জ

এম যে জুয়েল,অবন্তিকা সাহা, সুমন দাশ,সঞ্জয় নাথ,অপু চৌধুরী,ইব্রাহীম মিন্টু,সরোয়ার রানা, এফ আর রুমি,মাবিয়া আকতার পুতুল সহ প্রমুখ । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলন ডেইলি মর্নিং টুডে পত্রিকার এডিটর কল্যান চক্রবর্তী ও সার্বিক তত্তাবধানে ছিলেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার মো আরাফাত ছিদ্দিকী সহ অন্যান্যরা। এতে আরো উপস্থিত ছিলেন সহোরোওয়ার্দি কলেজ সাংবাদিক সমিতি,সাম্যতা মানবিক সংঘটন সহ বিভিম্ম অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.