নিজস্ব প্রতিবেদক।
রামু উপজেলা খুনিয়া পাল ইউনিয়নের দারিয়ার দিঘির কালুর দোকানের পশ্চিমে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়া দিঘি বিটের অধীনস্থ সরকারি বনভূমিতে আব্দুল মাবুদ এর ইজারার নাম ব্যবহার করে এলাকার কিছু চিহ্নিত পাহাড় খেকোরা নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধ বাবে বালু উত্তোলন করে হাজার হাজার গাড়ি বালু বিক্রি করে আসছে। বালু ও পাহাড় খেকোরা সরকারি বনভূমি উজাড় করে পাহাড় কেটে নদীর সাথে বিলিন করে পরিবেশের ক্ষতি সাধন করে যাচ্ছেন, পাহাড় খেকোদের বিরুদ্ধে নিউজ প্রচার হলে, অদ্য ২৭/০১/২০২৪ইং তারিখ শনিবার সকাল ১১ঘটিকার সময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও দারিয়ার দিঘি বিট কর্মকর্তা আরজু মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে । অবৈধ উত্তোলিত ৪১০০ঘনফুট বালু জব্দ করা হয়,অবৈধ বালু জব্দের বিষয়ে দারিয়ার দিঘি বিট কর্মকর্তা আরজু মিয়া জানান রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বালু ও সরঞ্জাম জব্দের বিষয়টি নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে মামলার ব্যবস্থার প্রক্রিয়াদীন বলে জানান।
Leave a Reply