1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Latest Posts

কক্সবাজার ঘোনাপাড়া ছিনতাইকারীর দায়ের কুপে গৃহবধু আহত ।

প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ রমজান।
কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া দায়ের কুপে এক গৃহবধু মারাত্মকভাবে আহত হয়েছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া এলাকার সিরাজুল ইসলাম এর স্ত্রী এবং কক্সবাজার সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম এর বোন বলে জানা গেছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় পৌরসভার পূর্ব ঘোনাপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ভিকটিম নিলুফা আক্তার এর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৫জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। ১ ও ২ নং আসামীরা হলেন, নুর আয়েশ ও তার স্বামী কসাই আনু, বাকি ৩জন কসাই আনু দুই পুত্র রাসেল ও জিসান এবং তার কন্যা মায়াতু। তাদের বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ঘোনাপাড়া কক্সবাজার।

এজাহারে উল্লেখ রয়েছে, আহত নিলুফা আক্তার ঘটনার দিন বিকেলে তার বড় ভাই কক্সবাজার পত্রিকার হকার সমিতির সভাপতি শহিদ হতে ২০ (বিশ) হাজার টাকা হাওলাদ করে নিজ বাড়িতে রওয়ানা করে। পূর্ব ঘোনারপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে পূর্বে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত তার উপর হামলা করে। টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা দায়ের কুপ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে নিলুফা আকতার অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল,টাকা,স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য প্রায় ২ (দুই লক্ষ টাকা) নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে নিলুফা আকতারের স্বামী বাদী সিরাজুল ইসলাম ও স্বাক্ষীগনের সহযোগীতায় আহত ভিকটিম কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, এই ঘটনায় লিখিত এজাহার জমা দিয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.