1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
Latest Posts

দেশ বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কক্স সময় টিভির সম্পাদক ও প্রকাশক  সাংবাদিক আবদুর রাজ্জাক।

প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

কক্স সময় টিভি ডেক্সঃ

ঘরে ঘরে চলছে খুশির আয়োজন, চাঁদের পালকি চড়ে আবার এসেছে ঈদ। এই আনন্দ ছুঁয়ে যাক সবার মন। পরিবার প্রিয়জনের সাথে উৎসবে উল্লাসে মেতে উঠি সবাই❞বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই–বোনদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাজানিয়েছেন কক্স সময় টিভির সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আবদুর রাজ্জাক । এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে কক্স সময় টিভির  সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ সমাচার, The Daily Bangladesh diary , ভারতীয় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন Da news plus এর স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কক্সবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুর রাজ্জাক বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন

যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য  পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া।নিজেদের অতীত জীবনের সব পাপ কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম এখানে হিংসা–বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা।হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, হেফাজত করুন–আমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.