1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
Latest Posts

বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন।

প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মোস্তফা জামান চৌধুরী,উখিয়া।
উখিয়া উপজেলা শিক্ষা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নতুন হল রুমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হলো।মাওলানা জাহাঙ্গীর আলমের পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ এর আলোচনা সভা শুরু হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক; শিক্ষক স্বল্পতা বৈশ্বিক অপরিহার্যতা।উদ্ভোধনী বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম। বক্তব্য রাখেন-হারুন অর রশিদ, প্রধান শিক্ষক উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ মান্নান, প্রধান শিক্ষক কুতুপালং উচ্চবিদ্যালয়, মাওলানা আবুল ফজল, সুপার রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা, আবুল হোসেন সিরাজী, প্রধান শিক্ষক উখিয়া বহুমূখী সরকারি উচ্চবিদ্যালয়।
বক্তব্য রাখেন মোক্তার আহমদ, সহকারী শিক্ষা অফিসার, উখিয়া।

বক্তব্য রাখেন অজিত কুমার দাশ, অধ্যক্ষ উখিয়া ডিগ্রি কলেজ। বক্তব্য রাখেন মোঃ হোছাইনুল ইসলাম মাতব্বর, সভাপতি মাধ্যমিক শিক্ষক পরিষদ, কক্সবাজার জেলা। বক্তব্য রাখেন আলোচনা সভার প্রধান আলোচক মোঃ নাছির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার কক্সবাজার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান,উখিয়া।

আলোচনা সভায় বক্তরা বলেন জাতি গঠনের কারিগর ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের ওস্তাদ হচ্ছে শিক্ষকগণ। অথচ এমপিও ও নন এমপিও শিক্ষকেরা আজ অবলা, অসহায়, বঞ্চিত, নিপীড়িত ও সুবিধা বঞ্চিত তাদের খবর তাদের শিষ্য সরকারের বিভিন্ন দপ্তরে আসীন তারাও রাখেনা। শিক্ষক দিবস-২০২৩ এ আশাজনক কোন ঘোষণা এখনও সরকার বাহাদুরের পক্ষ থেকে আসেনি। স্কুল ও মাদ্রাসা শিক্ষকেরা তাদের বক্তব্যে দাবী রাখেন সরকার বাহাদুর শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষদের বঞ্চনা ও নিপীড়ন থেকে মুক্তি দেবেন এবং জাতি গঠনের কারিগরদের বিভিন্ন সুবিধা দিয়ে সম্মানিত করবেন।

কক্সবাজার জেলা ও দেশব্যাপী শিক্ষক দিবস পালিত হয়।
বক্তরা আরো বলেন বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের নির্দিষ্টভাবে স্বরণ করার দিন। শিক্ষকের দৃষ্টান্ত হচ্ছে, তেমনই বাগানের মালিক যেমন করে বাগনের চারা কিংবা বৃক্ষ সোজা বা সঠিক ভাবে বেড়ে উঠার জন্য যে ভুমিকা বা দায়িত্ব পালন করেন, একটু বাকা বা নষ্ট হতে দেখলেই পূনরায় তাকে সঠিক ভাবে বেড়ে উঠা এবং ভালো থাকতে সাহায্য করেন ঠিক শিক্ষকের দৃষ্টান্তও তেমন।

শিক্ষার্থীদের সফলতার জন্য সুন্দর সঠিক পথ দেখিয়ে দেন। সঠিক ভাবে গড়ে উঠার জন্য ভুল গুলো শুধরিয়ে দিয়ে , সঠিক এবং সুন্দর পরামর্শ এবং উপদেশ দিয়ে সফলতার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। নীতি নৈতিকতা সমৃদ্ধ নাগরিক গঠনে ভূমিকা রাখেন।

তাই এই মহান শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, দোয়া এবং ভালোবাসা অবিরাম। সকল শিক্ষকে আল্লাহ রহম করুক এ প্রত্যশা। তাছাড়াও শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ঠ স্কাউটস সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতিত্ব করেন ইমরান হোসাইন সজীব, উপজেলা নির্বাহী অফিসার,উখিয়া,কক্সবাজার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.