1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
Latest Posts

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে শিশুসহ রোহিঙ্গা নারী নিহত।

প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কক্স সময় টিভি।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুসহ রোহিঙ্গা নারী এফডিএমএন নিহত হয়েছেন।
সোমবার (০৭ আগস্ট) উপজেলার ক্যাম্প-০৯ এ পাহাড়ের পার্শ্বে অবস্থিত শেডের উপর পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোহিঙ্গা আনোয়ারুল ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও শিশু কন্যা মাহিম আক্তার (২)।

এপিবিএন জানায়, সারাদিনের ভারী ও হালকা বর্ষণের কারণে পাহাড় ধসে রোহিঙ্গা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা এবং তাদের দুই বছরের মেয়ে মাহিম আক্তার মাটি চাপা পড়েন। খবর পেয়ে এ পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের ১ টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মোহাম্মদ আমির জাফর সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধ্বসে ২ রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.