1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Latest Posts

সালেহ (আ:)তাহফিজূল কুরআন ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন সাংবাদিক এন আলম সিকদার।

প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

এন আলম সিকদার।।
৫ আগষ্ট২০২৩ ইংরেজি রোজ শনিবার দুপুর দুই ঘঠিকায় পশ্চিম লারপাড়া কেন্দ্রীয় বাসটার্মিনাল সালেহ (আ:) মডেল তাহফিজূল কুরআন ও এতিমখানার মাদ্রাসার হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম কলিম উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ ছৈয়দ আলমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র ইমরান হাইদার।

মাদরাসা আল এত্তেহাদুল বোর্ডের নির্দেশক্রমে মাদরাসার বর্তমান সকল শিক্ষকদের সম্মতি ও প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম কলিম উল্লাহর সমন্বয়ে এ সভাপতি নিয়োজিত হবার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি এন আলম সিকদার।

নবনির্বাচিত কমিটির সভাপতির মনোনয়ন পত্র সভাপতি হাতে তুলে দেন সালেহ (আ:) মডেল তাহফিজূল কুরআন ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম কলিম উল্লাহ, সিনিয়র শিক্ষক হাফেজ ছৈয়দ আলম, সহকারী শিক্ষক হাফেজ আরাফাত উদ্দিন, নূরানী শাখার প্রধান শিক্ষক মোঃ ইউসুফ সিকদার, সহকারী শিক্ষক হাফেজ রায়হান, উক্ত অনুষ্ঠানে সবাই নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে সংবর্ধিত করেন । অনুষ্ঠান শেষে সভাপতি এক প্রতিক্রিয়ায় জানান এই দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ প্রদত্ত দায়িত্ব । সকল শিক্ষক ও পরিচালনা কমিটির অন্যান্য দায়িত্বশীলদের পরামর্শ ও সহযোগিতায় মহান এই দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.