নুরুল ইসলাম সেলিম।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে শাহমদের পাড়ায় ৪ আগস্ট সোমবার সকাল ১১ টায় আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি রামু উপজেলার ইয়ং উইমেন লিডার্স ফর পিচ বাংলাদেশ ( YWL) এর সার্বিক ব্যাবস্থাপনায় পরিচালিত Her Economy, Her Power শীর্ষক প্রকল্পের আওতায় ১০ জন স্থানীয় নারীকে বাঁশবেতের সামগ্রী তৈরীর ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশ গ্রহন কারী নারীদের মাঝে বাঁশবেতের সামগ্রী তৈরীর উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত এর হাতে বিভিন্ন পণ্য তুলে দেন রিমা সুলতানা রিমু, প্রেসিডেন্ট ইয়াং উইমেন লিডার্স ফর পিস বাংলাদেশ। শারমিন সুলতানা উসমা, ফাইনান্স অফিসার।
উম্মে কুলসুম, নূরী হাসনাহেনা,নাহিদা রশিদ নাহিন, প্রমুখ। আর ডাব্লিউ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন
সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর সিকদার, ফাইন্যান্স অফিসার অভিষেক দাশ গুপ্ত, রফিকুল ইসলাম রিফাত, এডমিন এন্ড লষ্টিক অফিসার, লাইভলিহুড অফিসার নাফিজা ইকবাল, সংস্হার প্রজেক্ট ম্যানেজার আলমগীর শিকদার বলেন, গ্রামীণ জনপথ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য (বাঁশবেত শিল্প)গুলোকে ধরে রাখার জন্য স্থানীয় নারীদের প্রশিক্ষনের আওতায় এনে বাঁশ-বেত শিল্পকে পুনরায় চালু করার মাধ্যমে শিল্পকে জাগিয়ে তোলার পাশাপাশি নারীদের আর্থিক ভাবে লাভবান করবে এবং নারীদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।
এছাড়াও ১০০ জন স্থানীয় নারীকে বেসিক লিটারেসি এন্ড নিউমেরেসি,লার্নিং এন্ড টিচিং মেথোডোলজি, কোলাবেরেটিভ লার্নিং ও কো -অপারেটিভ লার্নিং এবং ভিজ্যুয়াল লার্নিং বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান। এই ছাড়া সেক্স ও জেন্ডার ধারণা বিষয়ক ধারণা,শান্তির ও সংঘাতের ধারণা, শান্তি প্রতিষ্টায় নারীর ভূমিকা, নারীর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্টা , নারীর ক্ষমতায়ন বিষয়েও সচেতনতামূলক সেশন নেওয়া হয়েছে।
সচেতনতামূলক সেশন সমুহে সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং শান্তি নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতে এরূপ উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
Leave a Reply