1. [email protected] : adminbackup :
  2. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  3. [email protected] : Somoy@23 :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
Latest Posts

কেউ জানে না আমি কী করতে যাচ্ছি :ট্রাম্প

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক।
ট্রাম্পের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কাছাকাছি যাচ্ছে কিনা,জবাবে ট্রাম্প বলেন, “আমি এটা বলতে পারি না..তুমি সত্যিই ভাবো না যে আমি এই প্রশ্নের উত্তর দেব। তুমি জানো না যে আমি এটা করতে যাচ্ছি। তুমি জানো না। আমি এটা করতে পারি, আমি নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি,” তিনি বলেন।

ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, “আমি তোমাকে এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে. তারা আলোচনা করতে চায় এবং আমি বলেছি, ‘কেন তোমরা আগে আমার সাথে আলোচনা করোনি – এই সব মৃত্যু এবং ধ্বংস?’

আরও পড়ুন : ইসরায়েল-ইরান সংঘর্ষ: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া, মুখ খুললেন পুতিন

তার কথায়, ‘কেন তোমরা আলোচনা করোনি? আমি জনগণকে বলেছিলাম, কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সাথে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে। তোমাদের একটি দেশ থাকত।’

এদিকে ষষ্ঠ দিনের মতো ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যার পরে চালানো হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেয়া হয়েছে। এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, তেহরানসহ আশপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

হামলার কথা স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনীও। তারা জানিয়েছে, “বেশ কয়েকটি প্রজেক্টাইল” তেহরানের উত্তর এবং পূর্ব শহরতলিতে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে আল জাজিরা কর্তৃক যাচাইকৃত সোশ্যাল মিডিয়া ভিডিওতে ইরানের রাজধানীর পশ্চিমে কারাজের পায়াম বিমানবন্দরের কাছে একটি বোমা হামলার দৃশ্য দেখা গেছে। এর ইসরায়েল কিছুক্ষণ আগে বলেছিল যে তারা আবার তেহরানে হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইরানের হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালায় ইরান। দেশ দুইটির মধ্যে টানা ছয়দিন হামলা পাল্টা হামলা চলছে। এসব উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.