রমজান আলী।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৭মে) জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় এপ্রিল মাসের পারফরম্যান্স বিবেচনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ারসহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জরা।
কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
এছাড়া কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন।
Leave a Reply