1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
Latest Posts

কক্সবাজার  পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা ভোটারদের সাথে মতবিনিময় করেছেন শাহাব উদ্দীন সিকদার

প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩

আব্দুর রাজ্জাক।

আগামী ১২ জুনের কক্সবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে মহিলা ভোটারদের নিয়ে এক প্রস্তুতি সভা  আয়োজন করেছেন  ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দীন সিকদার।বৃহস্পতিবার   বিকাল ৪টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের সমর্থনে আলীর জাঁহাল ইসলামিয়া বালিকা মাদ্রাসা মাঠে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়।এর আগে প্রস্তুতি সভা সফল করতে দুপুর ২টা থেকে ০৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মহিলা ভোটারদের  পদচারণায় মুখরিত হয় বালিকা মাদ্রাসা মাঠ। এসময় স্থানীয় সর্বস্তরের ২০টি পাড়ার হাজার হাজার মহিলা ভোটারেরা উপস্তিত হন প্রস্তুতি সভাস্থলে। বিভিন্ন পাড়ার সব বয়সের মহিলা ভোটারদের  সমাগমে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়। মতামত অনুষ্ঠান জনসভায় পরিগনিত হয়।

বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা স্থানীয় মহিলা ভোটারেরা সাহাব উদ্দিন সিকদারকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন। এসময় ১২ই জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদারকে বিজয়ী করতে সবাই একতাবদ্ধ ঘোষণা দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহাব উদ্দিন সিকদার বলেন “আপনাদের সমর্থন ও দোয়া বিফলে যাবেনা। ৫ নং ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসে তার প্রমান এই অনুষ্ঠানে উপস্থিতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.