1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
Latest Posts

মহেশখালী থানা পুলিশের অভিযান: সাজাপ্রাপ্ত ২ জন’সহ গ্রেফতার-১০

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

রমজান আলী।
কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ জন’সহ ১০জন আসামীকে গ্রেফতার করেছে । মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, ১২ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে থানার সদ্য যোগদানকৃত এস,আই মহসীন চৌধুরী পিপিএম,এসআই ফরাজুল ইসলাম,এসআই রাইটন দাশ,এসআই সাজ্জাদ হোসেন,এএসআই এমদাদ হোসেন, এএসআই এজাহার মিয়া সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, জিআর-৮০/১৯ (মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ সালাহ উদ্দিন (৩৫),সিআর-৩৭/১৮ (প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগম (৪৫), জিআর-২১৬/১৫ মামলার আসামী হাসান নুর (৩০), জিআর-১৭/১৪ মামলার আসামী মোঃ সুমন (২৬), জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন (৪৫), নারী ও শিশু-৯১/২০ মামলার আসামী আবদুর রহিম (৩৫), সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার (৪২), সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোহাম্মদ হানিফ (৩০), জিআর-২০৯/২৪ মামলার আসামী মোহামদ ইসহাক (৪০), সিআর-৪১৩/২৩ মামলার আসামী ফজল আহমদ (৪৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।। ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.