1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
Latest Posts

কক্সবাজারে ৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

আবদুর রাজ্জাক।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে
৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। এ সময় তাকে বহনকারী অটোরিকশাসহ চালককে আটক করা হয়।

আটক পুলিশ কনস্টেবলের নাম জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকায় তার বাড়ি। এছাড়াও তাকে বহনকারী অটোরিকশা চালক শামসুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জাহাঙ্গীরকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে অটোরিকশা চালক শামসুলকেও আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত। আগে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় করা হয়েছে বলে ডিএনসি সূত্রে জানা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.