1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Latest Posts

চট্টগ্রামের সিমেন্স হোস্টেল এলাকা হতে তাহামিনা নামে ১৬ বছরের এক নারী নিখোঁজ ।

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ডস্থ সিমেন্স হোস্টেল লিলি কমিউনিটি সেন্টারের পিছনে বসবাস করতেন তাহমিনা আক্তারসহ তার পরিবার।গত ১১জুন মঙ্গলবার দুপুরে ইপিজেড থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরী দায়ের করেন, নিখোঁজ তাহমিনার মা।১৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার সময় এসব তথ্য জানান। নিখোঁজ তাহমিনার পিতা: মোঃ মোস্তফা, মাতা: কহিনুর বেগম, জাতীয় পরিচয় পত্র নং ২৮১১৭৩৬০৪৬/বর্তমান ঠিকানা- সিমেন্স হোস্টেল, গ্রাম-সল্টগোলা ক্রসিং, দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রাম, মোবাইল নং ০১৯৩৫৪৫৯৯৭১,

এবিষয়ে নিখোঁজ তাহমিনার মার কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন.গত ১০ জুন সোমবার নগরীর ইপিজেড থানার ৩৮ নং ওয়ার্ডস্থ ওয়ার্ড সিমেন্স হোস্টেল এলাকা হতে আমার মেয়ে নিখোঁজ হয়েছে।আমার মেয়ে অন্যানের ভোটার আইডি কার্ড দিয়ে সিইপিজেডে গার্মেন্টস এর চাকরি করতেন।প্রতিদিনের মতো গার্মেন্টস ছুটির পর বাসায় আসতেন আমার মেয়ে,গত ১০ জুন সোমবারে আমার মেয়ে তাহমিনা বাসায় আসেনি।অনেক খোজাখুজি করার পর গত ১১ জুন মঙ্গলবার দুপুরে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করি, ডায়েরি নং ৬৩৯।

নিখোঁজ তাহমিনার মা আরও বলেন,থানায় ডায়েরি করার পর পুলিশ আমার মেয়েকে উদ্ধার না করে আমার সাথে গালমন্দ কথাবার্তা বলেন,এবং আমার মেয়েকে উদ্ধার করার কথা বলে এস আই কামাল হোসেন আমার কাছ থেকে ২০/ হাজার টাকা নিয়েছিলো,দীর্ঘ ৩ মাস যাবৎ ঘুরাঘুরি করে আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি।পরে আমাকে ১৯ /হাজার টাকা ফেরৎ দেন এস আই কামাল হোসেন। তিনি আরও বলেন,আমার মেয়েকে আজও জীবিত আছে না মৃত্যু বরণ করেছে তা ও জানি না। আমার মেয়ে নিখোঁজ হওয়ার কিছু দিন পর একটি নাম্বার থেকে কল করে বলে,আপনার মেয়েকে পাইতে হলে ১লাখ টাকা পাঠিয়ে দিন,১লাখ টাকা পাওয়ার পর আপনার মেয়েকে আপনার কাছে পাঠাব,তবে অজ্ঞান করে নিয়ে এসেছি,এবং অজ্ঞান করে আপনার কাছে পাঠাব বলে জানিয়েছেন নিখোঁজ তাহমিনার মা।

এবিষয়ে ইপিজেড থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ রুবেলের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা নাম্বার ট্রাকিং দিয়েছি,বর্তমানে ঢাকা লালবাগ এলাকায় রয়েছে,খুব শীঘ্রই মেয়েটিকে উদ্ধার করা হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.