1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Latest Posts

বান্দরবানের রুমা পলি পাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন।

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার।
বান্দরবানের রুমা উপজেলা জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার সহ ৩ জন। রোজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রুমা সদর ইউনিয়নের পলি পাড়া এলাকায় পাহাড় উঠার সময়ে এই দুর্ঘনাটি ঘটে। উক্ত ঘটনায় আহত হলেন- তাপস দে (৩০), মো: আলমগীর হোসেন(৩৫) ও মোঃ সেলিম (৩২)। তারা একই ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা বলে জানাযায়

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা উপজেলার বটতলি পাড়ায় রাস্তা সংস্কারের জন্য ব্রিকফিল থেকে ইট নিয়ে বটতলি পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পলি পাড়া এলাকায় পৌঁছালে (ইটভর্তি)জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে শ্রমিক আলমগীর,(৩৫)শ্রমিক সেলিম,(৩২) ও ড্রাইভার তাপস দে (৩০) আহত হয়। পরে তাদের কে স্থানীয়রা উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন

এদিকে স্থানীয়রা জানায় জিপ চালকের নাম তাপদ দে । সে রুমা সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও জীব চালক বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার অফিসার ইনচার্জ ওসি মো:শাহজাহান জানান শুনেছি জিপ গাড়ি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিন রয়েছে বর্তমানে তারা মোটামুটি সুস্থ আছে বলে কর্তব্যরত ডাক্তার ডাক্তার জানান

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.