আবদুর রাজ্জাক।।
কক্সবাজারের টেকনাফ পৌরসভায়
অভিযান চালিয়ে এগারো কোটি বায়ান্ন লক্ষ টাকা মূল্যের ১০কেজি ৫ শত গ্রাম স্বর্ণালংকার,২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত মায়ানমার মুদ্রা ও ১০টি মোবাইল ফোনসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে স্বর্ণালংকার, মিয়ানমার মুদ্রা ও মোবাইলসহ তাদের দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন,মায়ানমার মংডু -সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মোঃ হাফিজুর রহমান (২৮), একই এলাকার -মৃত সুলতানের পুত্র মোঃ আনোয়ার (৩০)।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান মায়ানমারের দুইজন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করে।বিজিবির গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০কেজি ৫ শত গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত মায়ানমার মুদ্রা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া স্বর্ণের যার আনুমানিক বাজার মূল্য আটাশ যার আনুমানিক মূল্য এগারো কোটি বায়ান্ন লক্ষ টাকা। এ সময় দুজনকে আটক করা হয়।
Leave a Reply