1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Latest Posts

প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।

প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি :
রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে রামু উপজেলা শহীদ মিনারস্থ রামু প্রেস ক্লাব কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও আহবায়ক এড. এস,এম, স্বদেশ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফুরকান আহমদ, সাবেক নেতা আবদুর রহিম, ছাত্রনেতা ইমরান হোসেন মুন্না।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী নানান আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে আহ্বান জানান। বিগত সরকারের দুর্নীতির পৃষ্ঠপোষকতায় যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। বস্তুনিষ্ট সাংবাদিকতায় যারা নিয়োজিত রয়েছে, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে রামু প্রেস ক্লাবকে আরো বেগবান করার আহ্বান জানান।

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিস নাঈমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দ্বীপক বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস, মোহাম্মদ হোসেন, সাংবাদিক সুশান্ত পাল বাচ্চু, গোলাম মওলা (যায়যায়দিন), কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার, আরিফুর রহিম(দৈনিক গণসংযোগ), নুর মোহাম্মদ (দৈনিক বর্তমান), রিজন বড়ুয়া রিজু (টিটিএন), জাফর আলম জুয়েল (দৈনিক সৈকত), কামাল শিশির (দৈনিক সাঙ্গু), আবুল কাশেম (কক্সবাজার প্রতিদিন) মো. কাইছার (আমাদের কক্সবাজার), মো. ইলিয়াস (বাংলাদেশ সমাচার), মো. শাহাজান (ভোরের বাণী), সাংবাদিক মোহাম্মদ হাসান, রহিম উল্লাহ, নাসের ফয়সাল সহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে রামু প্রেস ক্লাব কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.