1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
Latest Posts

ঝিলংজা পশ্চিম লাহার পাড়া ঘৃত পল্লীতে লবকুশ মল্লিকের নেতৃত্বে জমি দখলে নিতে হয়রানি অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আবদুর রাজ্জাক।।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন ১নং ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়া,ইসলাবাদ ঘৃত পল্লী এলাকার মৃত কুমাদা চরণ মল্লিকের ছেলে লবকুশ মল্লিকের নেতৃত্বে বিজয় মল্লিক, অজয় মল্লিক সুজন মল্লিক, জয়া মল্লিক, বিনত মল্লিক, বাহাদুর মল্লিকসহ ৫/৬ জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে একই ইউনিয়নের মৃত কবির আহমদের পুত্র  ছৈয়দ করিম ও তার সহপাঠীদের রেজিস্ট্রি বায়না মূলে কেনা জমি দখলে নিতে নানান ভাবে বিভিন্ন হয়রানির অভিযোগ উঠেছে।  এ বিষয়ে ছৈয়দ করিম বাদী হয়ে শনিবার (৩১ আগস্ট)  কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত  অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, কক্সবাজার সদর ঝিলংজা মৌজার আর, এস খতিয়ান নং ১১৬৪, দাগ নং ২৬০৫/২৬৯৬, বি, এস খতিয়ান নং ১৭২২৮, দাগ নং ৮০০৫ খতিয়ানের সৃজিত বি,এস ১৭২২৮/৩০৬১৩ দাগের ৮ শতক ও মাথা খিলা ৫ শতক তপশীলোক্ত জমি রতন ধর, পিতা- মৃত সোনারাম ধর রেজিস্ট্রিকৃত বায়না সূত্রে খরিদা মালিকাধীন জমি ও সেখানে থাকা সেমি পাকা ও টিন সেট বাড়ির মালিক ছৈয়দ করিম। কিন্তু লবকুশ মল্লিকের নেতৃত্বে বিজয় মল্লিক, অজয় মল্লিক সুজন মল্লিক, জয়া মল্লিক, বিনত মল্লিক, বাহাদুর মল্লিক, সহ ৫/৬ জন অন্যায় ভাবে তাঁর রেজিঃ বায়না মূলে খরিদা জমি অন্যায়ভাবে মালিকানা দাবী করে তাকে সহ পরিবার ও এলাকার প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এমনকি  সংখ্যালঘুদের জায়গা অবৈধ দখল করেছে মর্মে অনলাইন নিউজ পোর্টালে প্রচার করে সম্মান হানি করছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় তারা পরস্পর যোগসাজসে ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়া ইসলামাবাদ এলাকায় আমার রেজিস্ট্রিকৃত বায়না সূত্রে কেনা টিন সেট বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গাগিলাগালাজ করে মারধর করে ও হত্যার ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে  দিয়ে অবৈধ দখলের চেষ্টা চালায়। তাদের  কর্মকান্ডে বাধা দিলে হুমকি ও ভয়ভীতি দেখায়। এমনকি  মন্দির ভাঙ্গার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করিতেছে। 

ভুক্তভোগী আরও অভিযোগ করে বলেন, বিবাদীরা ভাংচুর করে তারা নিজেরাই ভিভিও করে আমাদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। গত ১১ আগস্ট অভিযুক্ত লবকুশ মল্লিকের নেতৃত্বে   ছৈয়দ করিম কে হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়ে হাত ভাংগা জখম করে বলে উল্লেখ করেন। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেন।

এমতাবস্থায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ছৈয়দ করিম। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.