নিজস্ব প্রতিনিধি রামু।
রামু উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে ১৮ আগষ্ট সকাল ১০ঘটিকায় শিশু সুরক্ষায় কর্মশালা প্রজেক্ট ম্যানেজার সিপি ও ওয়াইডি মোঃ রাশেদুল ইসলাম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা মৎস্য অফিসার তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমত জাহান তানিয়া, চাইড প্রটেকশান ম্যানেজার( IRC), রামু মৎস্য ফিশারীস অফিসার ফারুক আহমেদ, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, পলাশ ভট্রাচার্য্য, সিপিআর ও ওয়াইডি ফ্যাসিলিটেটর( YpsA),মোঃ জুয়েল তালুকদার, প্রজেক্ট কো- অডিনটর,ডাক ভাংগা ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়,মাষ্টার জামাল উদ্দিন সাংবাদিক আব্দুল মালেক সিকদার, কায়ুম উদ্দিন, সহ রামু উপজেলার ঈদগড়, কাউয়ারখোপ, দক্ষিণ মিঠাছড়ি, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য /সদস্যাবৃন্দ ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রায় ৫০ জন কর্মশালায় অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, শিশু সুরক্ষার আমাদের আরো দায়িত্ববান হতে হবে,তাদের মৌলিক অধিকার সহ সবকিছু পাওয়ার নিশিতা প্রদান করলে আজকের শিশুরা আগামী দিনে জাতির জন্যই অগ্রণী ভুমিকা পালন করবেন। পথ শিশু, বাল্য বিবাহ রোধ কল্পে আর কঠোর হতে হবে।পাশাপাশি এনজিও ইফসার কার্যক্রম আরো ভগবান করে এলাকা তৃণমূলে কাজ করার আহবান জানিয়েছেন।
Leave a Reply