নিজস্ব প্রতিবেদন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)
৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) পরিবার এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা,ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান।