1. [email protected] : adminbackup :
  2. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  3. [email protected] : Somoy@23 :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
Latest Posts

রামু খুনিয়াপালং অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাজ্জাদ জাহিদ রাতুল।

প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আব্দুল মালেক সিকদার রামু।
রামু খুনিয়াপালং এলাকায় অবৈধ বালু উত্তোলন করাই বালু মহলে পৃথক পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, এই সময় জব্দ করা হয় ৪ টি ড্রেজার মেশিন ৪ শত ফিট পাইপ ও দইটি বালু মহলের বালু। দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া,ও দারিয়া দীর্ঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় ৩ আগস্ট দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।বিকাল ৪ টার সময় দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়ার থেকে উত্তোলনকৃত জব্দকরা বালু স্পটে ৬৭ হাজার টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।ভ্যাট, ট্যক্স সহ ৮৩ হাজার ৭শত ৫০ টাকা পরিশোধ করেন সর্বোচ্চ ডাককারী কামাল উদ্দিন,

দারিয়া দীর্ঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকা থেকে জব্দকৃত বালু নিলামে এখনো বিক্রি করা হয় নাই। দক্ষিণ গোয়ালিয়াপালং থাইংগাকাটা ছড়া থেকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল থাইংগাকাটা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে নুরুল আবছার ও মাহাবুব আলমসহ ৭/৮ জনের একটি সিন্ডিকেট, অপরদিকে দারিয়া দীর্ঘি বড়ডেবা হেডম্যান পাড়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল মৃত ফয়েজ উল্লা মেম্বারের ছেলে আবদু রহিম। এই অবৈধ বালু উত্তোলনের কারনে ছড়ার পাড় ভেঙে স্থানীয়দের বসতবাড়ি ও ধানি জমি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাল উত্তোলনের গভীরতার কারণে গত ৫ মাস আগে ও থাইংগাকাটা ছড়ায় দুই জন শিশু মৃত্যুবরণ করে। বালু উত্তলন কারীদের কে স্থানীয় লোকজন বাধা দিলে বালু খেকোরা তাদেরকে হুমকি প্রদান করে।রামু সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন মোবাইল কোর্ট পরিচালনা করে দুই টি বালু মহলের বালু ও ৪ টি ড্রেজার মেশিনসহ পাইপ জব্দ করেছি, থাইংগাকাটা ছড়া থেকে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়, এই অভিযান চলমান থাকবে,

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.