মোঃ সফিউল আজম রুবেল।
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাপাঁতলী গ্রামে অবস্থিত রহমান মনজিলে পবিত্র ওরশ শরীফ উপলক্ষে শাহ্জাদা শাহসুফি ইসমাঈল আল আমিরী (রহ.), যিনি ইসমাঈল ফকির (রহ.) নামে সমধিক পরিচিত, তাঁকে স্মরণ করে অনুষ্ঠিত হলো খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
১ আগস্ট, শুক্রবার জুমার দিনে আয়োজিত এ মাহফিলে ইসমাঈল ফকির (রহ.)-এর ত্যাগ ও আদর্শভিত্তিক জীবন নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট আলেম, শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা হাফিজ কাজী আবদুল আলীম রেজবী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নূর হোসাইন আবুল কালাম আমিরী, মাওলানা কারী ইকরামুল হক আল কাদেরী, মাওলানা আব্দুল কাদের শওখী, মাওলানা শহিদুল হক চিশতী, মাওলানা নিজাম উদ্দিন চিশতী, মাওলানা মুরশেদ আমিরী, আল্লামা আব্দুল মাবুদ কাদেরী, মাওলানা ইউনুছ তৈয়্যবীসহ আরও অনেকে।
এছাড়া বিভিন্ন মাদ্রাসা, আলিয়া ও প্রতিষ্ঠানের মুফতি, মুহাদ্দিস ও শিক্ষকবৃন্দ ও মুরিদানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “ইসমাঈল ফকির (রহ.) ছিলেন সাহেবে খাওফে খোদা – এক পরিশুদ্ধ ও আত্মত্যাগী আধ্যাত্মিক সাধক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে নৈতিকতা ও মানবতা ফিরে আসবে।”
আয়োজনে ছিল শাহ্জাদা শাহসুফি ইসমাঈল ফকির আশেকানে পরিষদ। মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশ, জাতি, উম্মতের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।