1. [email protected] : adminbackup :
  2. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  3. [email protected] : Somoy@23 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
Latest Posts

রামুতেে আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি কতৃক কর্মশালায় নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।

প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নুরুল ইসলাম সেলিম।
রামু চাকমারকুল ইউনিয়নে আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২৭ শে মে রামু হিমছড়ি মিলনায়তনে বিকাল ৩ঘটিকায় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, তিনি বলেন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে যুবা নারীদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে একজন সফল নারী।

সমাজের নারী নির্যাতন,বাল্য বিবাহ, মাদক রোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। এবং “লিটারেসি,নিউমেরেসি এন্ড পিচ বিল্ডিং আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হাতে কলমে বাঁশ ও বেতের তৈয়ারী বিভিন্ন হস্তশিল্পের বিস্তারে ইয়াং ওমেন লিডার ও এলাকার অসহায় মহিলাদের পূর্নবাসন সৃষ্টির জন্য আরও বলিষ্ঠ ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় রামু চাকমারকুল ইউনিয়নের ১০ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বলে জানান এনজিও আরডব্লিউ ওয়েলফেয়ার। এর আগে ২৫ জন যুবা নারীকে কর্মশালার আওতায় এনে তাদের প্রশিক্ষিত করা হচ্ছে।

(RWWS) আরও ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠাতা রাজিয়া সুলতানা,(GNWP) জি এন ডাব্লিও পি) ফাহিমা আকতার, ও দাতা সংস্থাটি সংস্থা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন রামু উপজেলা যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ,রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,এনজিও প্রতিনিধি খায়েম উদ্দিন,সাংবাদিক কায়েদ আলম কায়সার,চাকমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন, মহিলা সদস্য মর্জিনা আকতার,মরিয়ম আকতার,লাইভলিহুড অফিসার, আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি নাফিজা ইকবাল,কর্মশালার সার্বিক পরিচালনা করেন সংস্থার সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার মো: আলমগীর সিকদার, অভিষেক দাশ গুপ্ত ফাইন্যান্স অফিসার জিবিভি অফিসার কোহিনুর আক্তার, ইয়াং ওমেন লিডারসহ প্রমূখ।

প্রথম দিনের কর্মশালায় আলোচ্য বিষয়
১) বেসিক লিটারেসি এন্ড নিউমেরেসি
২) লার্নিং এন্ড টিচিং মেথোডোলজি
৩) কোলাবেরেটিভ লার্নিং ও কো -অপারেটিভ লার্নিং ও ভিজ্যুয়াল লার্নিং বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং শান্তি নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন। আরডব্লিউ ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.