1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Latest Posts

বর্ণ সংঘের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ গুণীজন সন্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোঃ সফিউল আজম রুবেল।
গত ২১ মার্চ চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে বর্ণ সংঘের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ, গুণীজন সন্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান এবং আলোচনা সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। পুলক ভট্টাচার্য সুজয় এর সঞ্চালনায় চট্টল মহাশক্তি সম্মিলনী গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সমবেত গীতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর জাতীয় সংগীত ও স্বাধীনতা মাস উপলক্ষে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গোলপাহাড় শ্রীশ্রী শ্মাশান কালী ও শিব মন্দির পরিচালনা পর্ষদের সহ সভাপতি লায়ন শ্রী কৈলাশ বিহারী সেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী প্রণব মিত্র চৌধুরী, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বরুন হাজারী, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রী শ্রী রথযাত্রা উৎযাপন পরিষদ, তুলসীধাম,নন্দনকানন। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি রুনু মজুমদার, অধ্যক্ষ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এস কে নাথ (শ্যামল), সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর। শ্রীমতি বৃষ্টি বৈদ্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) বাংলাদেশের গীতা শিক্ষা কমিটি বাগিশিক কেন্দ্রীয় সংসদ। অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রাংগুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। লায়ন শ্রী প্রদীপ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দয়াল সামন্ত, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উত্তম কুমার চক্রবর্তী, প্রধান উপদেষ্টা, বর্ণ সংঘ। শ্রী সুপন সিকদার, প্রধান পৃষ্ঠপোষক, বর্ণ সংঘ, ডা: অপূর্ব ধর,পরীক্ষা নিয়ন্ত্রক,বর্ণ সংঘ মেধাবৃত্তি পরীক্ষা’২৪। বিশেষ অতিথি ছিলেন শ্রী বরুন কুমার আচার্য বলাই, সহ-সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ।

শ্রী নিকু শীল, সাধারণ সম্পাদক জন্মাষ্টমী উৎযাপন পরিষদ হাটহাজারী উপজেলা সংসদ এবং সহ-সম্পাদক গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। শ্রী আশীষ মিত্র, সাধারণ সম্পাদক, শ্রীকৃষ্ণায়ণ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ট্রাস্ট। শ্রী রঘু মনি, এডভোকেট, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ। শ্রী টুটুন মহাজন, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাকলিয়া থানা, চট্টগ্রাম। শ্রী সুমন চৌধুরী, সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, চান্দগাঁও থানা সংসদ। ডাঃ শ্রী সানি দেবনাথ,প্রকৌশলী উত্তম দে মুন্না, উপদেষ্টা, বর্ণ সংঘ।

অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয় শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রম নব নির্বাচিত সভাপতি অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তীকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্ণ সংঘের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দত্ত। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ণ সংঘের সভাপতি শ্রী দীপংকর সেন। এতে উপস্থিত ছিলেন বর্ণ সংঘের অর্থ সম্পাদক অরুপ গুপ্ত, সদস্য অভি বড়ুয়া ও নিলয় চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সনাতন ধর্মের সকল পাঠপুস্তক পড়া। এতে জ্ঞান অর্জনের পাশাপাশি সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে চলার মনোভাব তৈরি হবে।এতে টিভি ও বেতার সংগীত শিল্পী অনন্যা সেন নিপা ও ঊষা আচার্য্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.