1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Latest Posts

কক্সবাজার সৈকতে তিন ছিনতাইকারী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ রমজান আলী।
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমান কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদ মো: সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬)। কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ০৯নং ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর ছেলে দ্বীন ইসলাম (২০)। এবং পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃত জহির আলমের ছেলে ইদ্রিস (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷ খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের টিম। পৃথক অভিযানে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.