1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Latest Posts

কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, রামু থানায় জিডি।

প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ রমজান আলী।
কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শনিবার রাতে রামু থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছে বন বিভাগ।

অভিযোগে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বড় ডেবা এলাকায় বন বিট অফিসের সামনে জনসমক্ষে বাহাদুর বলেন, বনভূমিতে কোনো ধরনের অবৈধ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিলে এলাকাবাসীকে নিয়ে ইউনিয়নের সব বন অফিস পুড়িয়ে দেওয়া হবে। সব বন বিট উচ্ছেদ করা হবে।

বাদী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এবং রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. অভিউজ্জামান বলেন, ওই নেতার হুমকির পর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সবাই নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। এ জন্য রাজারকুল রেঞ্জের সবার পক্ষে জিডি করেছেন।

শাহেদুজ্জামান বাহাদুর বলেন, বনভূমিতে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নির্মাণ করলে কিংবা পাহাড় কাটলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ সাধারণ মানুষ একটা ঘর নির্মাণ করলেই ভেঙে দেয়। এ জন্য ওই বক্তব্য দিয়েছি।

রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমেদ বলেন, বাহাদুর বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নেই। তবে আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। তিনি হুমকি দিয়েছেন কিনা, জানা নেই।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, হুমকির ধরন অনুযায়ী এটা ফৌজদারি অপরাধ। তাই অনুমতির জন্য আদালতে পাঠিয়েছি। অনুমতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.