মোঃ রমজান আলী, কক্সবাজার।
মাদক এখন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ খতিবের হাট আদর্শ কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, বাল্য বিবাহ যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আপেল মাহমুদ (অতিরিক্ত ডিআইজি) বাংলাদেশ টুরিস্ট পুলিশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোলেমান ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচলাইশ মডেল থানা।
সারোয়ার আলম জেমি, মো: আবু সাঈদ সহ খতিবের হাট আদর্শ কমিটির এ সময় প্রধান অতিথির বক্তব্য আপেল মাহমুদ বলেন মাদকদ্রব্য আমাদের সমাজে চরম বিরূপ প্রভাব যে ফেলে তার প্রমাণ রয়েছে অসংখ্য। দেশের কোনো না কোনো প্রান্তে প্রায় প্রতিনিয়তই মাদকের কারণে পরিবার ও সমাজের ওপর দিয়ে বয়ে যায় দুর্ভোগের কালো ছায়া। মাদকাসক্ত ব্যক্তির হাতে মা, বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন খুনের ঘটনা ঘটেছে অসংখ্যবার। মাদকের কারণে এ দেশে বহু পরিবার ধ্বংস হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আপনারা এলাকাবাসী যেমন সচেতনতার উদ্যোগ নিয়েছেন তেমনি পারিবারিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন।