1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
Latest Posts

বান্দরবানে সংবাদ কর্মী আসমত হোসনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন পৌর বিএনপি নেতা আলী।

প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার।
বান্দরবান সদর ২নং ওর্য়াড বালাঘাটা এলাকার সংবাদ কর্মী (দৈনিক নতুন দিন পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি) আসমত হোসনকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ ওঠেছে বান্দরবান পৌর বিএনপি কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৭/৫/২০২৪ইং অব্যাহতি পাওয়া কর্মী আলির বিরুদ্ধে। অভিযুক্ত কর্মী আলী বান্দরবান পৌরসভার বালাঘাটা হর্টিকালচার এলাকার,২ নং ওয়ার্ডের বাসিন্দা।

গত ৬ নভেম্বর (রবিবার)বান্দরবান পৌর সভার ২ নং ওয়ার্ডের বালাঘাটা বাজারস্থ সংবাদ কর্মী আসমত এর বাবাকে তার দোকানের সামনে দিয়ে যেতে দেখে ডাক দিয়ে জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করে,আসমত কে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন বলে জানান মিয়া হোসেন। এর কারণ হিসেবে জানা গেছে,গত ৫ নভেম্বর রোজ ( শনিবার) বালাঘাটা বাজার এলাকায় সরকারি টিসিবি পণ্য বিক্রির স্হানে গিয়ে তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে তার পরিচিত লোকদের কে পণ্য বিক্রির জন্য চাপ দিতে থাকেন। এতে সাধারণ জনগণের অধিকার ক্ষুন্ন হওয়ায় দৈনিক নতুন দিন পএিকার সংবাদ কর্মী আসমত হোসন বিষয়টি শুনতে পায় তখন ঘটনাস্থলে তিনি অনুসন্ধানে গেলে একপর্যায়ে বিএনপি কর্মী আলী বিষয়টি বুঝতে পেয়ে সংবাদ কর্মী আসমত হোসেন কে প্রাণে মেরেপেলার হুমকি ও অকথ্য ভাষায় প্রকাশ্যে গালিগালাজ করতে থাকেন।

পরবর্তীতে সংবাদ কর্মী আসমত হোসনের প্রাণ নিরসনের হুমকি থাকায়,তার কর্তৃপক্ষ (সম্পাদক) কে অবগত করা হইলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিলে তিনি বান্দরবান সদর থানায় বাদী হয়ে অভিযুক্ত আলীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং ২৬৭ তারিখ ০৭/১০/২০২৪ইং উক্ত বিষয় টি সম্পর্কে বিস্তারিত জানতে বিবাদী আলী কে বেশ কয়েক বার ফোন দিলেও তিনি ফোন রিচিপ করেন নি বিদায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।এবং বান্দরবান সদর থানার এস আই আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয় এ আমি অভিযোগ পত্র পেয়ছি বিষয় টি দু:খ জনক তবে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.