1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
Latest Posts

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের জুস পানি বিস্কুট বিতরণ।

প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্বাগত জানানোর পর থেকেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,,আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিদিনের চলমান কার্যক্রম স্বরুপ সড়কের ট্রাফিকের অনুপস্থিতি পূরণে ছাত্রজনতা ট্রাফিকের দায়িত্ব নিয়ে যারা রোদেপূড়ে রাস্তার যানজট মুক্ত করার জন্য নিরলস পরিশ্রম করছে,তাদেরকে উৎসাহ দিতেই আসকের সামান্য চেষ্টায় গত কয়েকদিন ধরে জুস পানি ও বিস্কুট দিয়ে দেশব্যাপী শুভেচ্ছা জানানোর কাজ করছে আসক ফাউন্ডেশন এর জেলা উপজেলায় অবস্থানরত মানবাধিকার কর্মীগন।

তারই অংশ হিসেবে আজও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর রাজশাহী র উদ্যোগে রাজশাহী নগরীর সি এন্ড বি মোড়,লক্ষীপুর,বর্ণালী সিনেমা হলের মোড়,রেলগেট,নিউমার্কেট,অলোকার মোড়,সাগরপাড়া,শিরইল বাসষ্ট্যান্ড ও ভদ্রা স্মৃতি অম্লান মোড়ে ট্রাফিক দায়িত্বে থাকা ছাত্রছাত্রী,ট্রাফিক,আনসার বাহিনী ও অন্যান্য,সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাঝে জুস পানি ও বিস্কুট বিতরণ করা হয়।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আসকের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা জেমস্,কেন্দ্রীয় কমিটির সম্মানিত পরিচালক, মোঃ সালাউদ্দিন মিন্টু ও আইয়ুব আলী তালুকদার, মোঃ রহমত আলী, উক্ত অনুষ্ঠানে বক্তাগন বলেন, শহীদ আবু সাঈদ সহ অসংখ্য ছাত্রী ও জনতার জীবনের বিনিময়ে আজ দেশের মানুষের মনে স্বস্তি ও শান্তি এসেছে,দুর্নীতি মুক্ত দেশ ও বাকস্বাধীনতার জয় হয়েছে, আর যেনো কোন কারনে মানবাধিকার ভূলুণ্ঠিত না হয় সে ব্যাপারে ছাত্রজনতার সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আজ নগরীর প্রতিটি পয়েন্টে ছাত্রজনতার সাথে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে দেশের প্রতিটি থানা ও ফাড়িতে পুলিশ যোগদান করছে আশাকরি কয়েকদিনের মধ্যে দেশবাসী সুফল পাবে ইনশাআল্লাহ্। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আসকের বিভাগীয় কমিটির সিনিয়র সভাপতি শ্রী অশোক কুমার শাহা, মহানগর কমিটির সম্মানিত সভাপতি মোঃ শফিকুর রহমান রিপন সাধারণ সম্পাদক শ্রী সজল সরকার,সাইদুর রহমান ঈমান আলী,আফ্রিদি সহ শতাধিক মানবাধিকার কর্মীগন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.