1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Latest Posts

নরসিংদীতে তাঁতীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ তাঁতীলীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ মার্চ নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁতীলীগের আহ্বায়ক মোঃ কায়কোবাদ হোসেন কানু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় সদর থানা তাঁতীলীগের আহ্বায়ক শেখ মহিউদ্দিন এর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জিএম তালেব হোসেন ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া,, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া,, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ অলিউর রহমান আজিম,, জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম কাইয়ুম, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি , আসাদুজ্জামান আসাদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জুর প্রমুখ। প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, এদেশে সম্ভাবনার তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। এসব তরুণদের কাজে লাগিয়ে আগামীদিনে জাতির বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

আমাদের লক্ষ্য একটাই সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ করা। এ লক্ষ্যে বাংলাদেশ তাঁতীলীগের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে চলছে। তাই আজ নরসিংদী জেলা তাঁতীলীগ সর্ববৃহৎ সুশৃঙ্খল আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। আর ও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক,যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল মোল্লা, নরসিংদী শহর তাঁতী লীগের আহ্বায়ক বিজয় সাহা,, সদস্য সচিব মালেক মিয়াজি,মাধবদী থানা তাঁতীলীগের সদস্য সচিব (সাবেক ছাত্র নেতা) ডাঃ আলাল, সদর থানা তাঁতী লীগের সদস্য সচিব মোঃ আমির হোসেন রনি, যুগ্ম আহবায়ক মোঃ নূরচাঁন মিয়া, মোঃ আলী হোসেন,, মাধবদী পৌরসভা তাঁতীলীগের, আহবায়ক, শামিমুল হাসান শামীম,সদস্য সচিব, মোঃ সেলিম মিয়া,জেলা মৎসজীবি লীগের সভাপতি সোহানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যানে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুজ্জামান আসাদ। ইফতার পূর্বে কয়েকশত পথশিশু ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.