প্রেস বিজ্ঞপ্তি।।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছারের কনিষ্ঠতম কন্যা ও এনজিও সংস্থা সেভ’র হেড অব অপারেশন শাহনেওয়াজ চৌধুরীর স্নেহাস্পদ ছোটবোন তাসপিয়া তাবাসসুম (তাসপি) সদ্য প্রকাশিত মেডিকেল(এমবিবিএস) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে মেধা তালিকায় চান্স পেয়েছেন।
তাসপিয়া পূর্বের সকল একাডেমিক পরিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাসপিয়া দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষা জীবন শুরু করে পিএসসিতে গোল্ডেন এ প্লাস, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি এবং এস.এস.সি তে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচএসসিতে গ্লোল্ডেন এ প্লাস পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। মেধাবী তাসপিয়া পড়াশোনার পাশাপাশি গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বক্তব্য পরিবেশন, অঙ্কন প্রতিযোগীতায়ও পারদর্শী।