1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
Latest Posts

রামু পানেরছরায় বালি উত্তোলনে বাধা দেওয়ায় বনখেকোর হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩।

প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

আবদুর রাজ্জাক।।
কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় পাহাড় কেটে বালি উত্তোলনে বাধা দেওয়ায় বালু খেকো সিন্ডিকেটের হামলায় পানেরছড়া বিট কর্মকর্তাসহ ৩ জন বনকর্মী আহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছডি ইউনিয়নের পানেরছড়া বাজারের পশ্চিমে ক্যাম্পপাড়া এলাকার ২০১৩-১৪ আর্থিক সনের সৃজিত বাগানের পার্শ্ববর্তী কাঁচা রাস্তার উপর এই ঘটনাটি ঘটে। 

জানা গেছে, রামু উপজেলার দক্ষিণ মিঠাছডি ইউনিয়নের পানেরছড়ার সংরক্ষিত বাগানে পাহাড় কেটে বালু উত্তোলন করছিল  আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলম নামের কয়েকজন ব্যক্তি। এসময় বন বিভাগের টহলকারী টিম তাদের বাধা দিলে তারা ধারালো বার্মিজ কোদাল, দা, বেলচা, ঝুড়ি ও লাঠিসোটা নিয়ে বন কর্মীদের ওপর হামলা চালায়। এতে পানেরছড়া বিট কর্মকর্তা জলিলুর রহমানসহ তিনজন বনকর্মী আহত হয়েছেন৷ এসময় বালু খেকোরা বিট কর্মকর্তার মোটরসাইকেলটি ভাংচুর করে  ছরার পানিতে ফেলে দেয়।

হামলার শিকার আহত বিট কর্মকর্তা জলিলুর রহমান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর হইতে গাছ চোর, পাহাড় থেকে মাটি বালি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। ইতিমধ্যে অবৈধ পাহাড় কাটা ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা দায়ের করায় পাহাড় খেকো ও বালুখেকো সিন্ডিকেন্ডের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে। তারা সংঘবদ্ধভাবে বিট কর্মকর্তাকে হত্যা করার পাঁয়তারা করছে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৯ জানুয়ারি) বিকালে পানেরছরা এলাকার ছালামত উল্লাহর বালু উত্তোলনের পয়েন্টে গেলে বালুখেকো সিন্ডিকেন্ডের সদস্যরা অতর্কিত বিট কর্মকর্তা জলিলুর রহমান ও বন কর্মিদের উপর হামলা চালায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বিষয়টি নিশ্চিত করে  জানান, পাহাড় কেটে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বন খেকো আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলম সহ আরও কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিট অফিসার জলিলুর রহমানসহ তিন বন কর্মীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠিসোটা দিয়ে গুরুতর আহত করে৷ তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর করে  পানিতে ফেলে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এব্যাপারে পানেরছড়া বিট কর্মকর্তা জলিলুর রহমান বাদী হয়ে রামু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.