1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
Latest Posts

UNIP Bangladesh শীতবস্ত্র বিতরণ ২০২৪ ।

প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

গত ২৮ জানুয়ারি ২০২৪, আমাদের UNIP Bangladesh এই শীতকালের প্রচন্ড শীতের মধ্যে শীতার্ত, গরিব ও সাহায্যের প্রয়োজন এমন লোকের জন্য শীতবস্ত্র বিতরণ ২০২৪ অ্যারেঞ্জ করে যেখানে ডক্টর রাজু সাহা প্রথম কম্বলটি দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে এবং পরবর্তীতে কম্বল দেওয়া ও বিভিন্ন জনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UN ভলানটিয়ার আইডি (UNV.5691640) এবং ব্রাজিলের কোনিপা ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর ডক্টর রাজু সাহা, ইউএনপি বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট, এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন ইউনিপি বাংলাদেশ শাখার কার্যনির্বাহী সদস্য এবং আইটি সুপারভাইজার হিউম্যানিটি অনার ডঃ আরিফিন হাসান চৌধুরী, পাবলিক রিলেশন্স অফিসার সুশান্ত চন্দ্র সরকার, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাফিউদ্দিন আহমেদ সুজন, গাজীপুর চিফ কো-অর্ডিনেটর মো মোয়াজ্জেম হোসেন পলাশ সমন্বিত হয়ে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিপি বাংলাদেশ কার্যনির্বাহী সদস্য আবীর চন্দ্র দাস, মোঃ সাদেক হোসেন, এই ঘটনায় বিশেষভাবে ম্যানেজমেন্টে উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যরা ও ছিল এরপরে আমরা কিছু স্নাক্স মধ্যে দিয়ে ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা করা হয়।

ঋতু পরিক্রমায় ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। এই শীত নিয়ে আসে কিছু মানুষের জন্য শান্তিময় আগমনী বার্তা। তাদের মধ্যে দেখা যায় শীতের নানা প্রকার কাপড় পরার আমেজ। বিশেষ করে উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের তেমন কোনো সমস্যা নেই। তারা মূলত শীতকে উদযাপন করে থাকে। কিন্তু নিম্নবিত্ত এবং সামাজে পিছিয়েপড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। তারা প্রয়োজনীয় শীতের কাপড় না থাকার করণে শীতে প্রচণ্ড রকমের কষ্ট করে। বিশেষ করে গৃহহীন মানুষ, পথশিশুদের কষ্টের কোনো শেষ থাকে না এই শীতকালে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করা। তাহলে হয়তো এই শীতার্ত মানুষগুলোর কষ্ট কিছুটা কমে আসবে।

আমরা ধন্যবাদ জানাই UNIP মেম্বার ভলেন্টিয়ার ও সাধারণ লোক যারা তাদের সাধ্যমত আমাদেরকে দিয়ে সাহায্য করেছেঃএডভোকেট জানাবি আদিত্য, অ্যাডভোকেট মৃণাল কান্তি বড়াই, কাজী নাসির উদ্দিন, আবির চন্দ্র দাস, আরিফিন হাসান চৌধুরী, সুশান্ত চন্দ্র সরকার, মো জয়নুল আবেদিন, জাকির হোসেন, মো মোয়াজ্জেম হোসেন পলাশ, মো রমজান আলী, মো কামাল, জামিল হোসেন, মো সাদেক হোসেন, আল-আমিন ফাহিম, মিঠুন মজুমদার, সুশান্ত বাড়াই, মো আদিবুল ইসলাম, লাবণ্য দাস তুলি, গোবিন্দ চন্দ্র দাস, এহতেশাম হাসান চৌধুরী সহ আরো অনেকে।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস শান্তি, পরিবেশ সংরক্ষণ, এবং মানব অধিকার রক্ষার চেষ্টায় প্রতিজ্ঞাবদ্ধ। এটি বিশ্বকে একটি ভাল জায়গা তৈরি করতে ২০০ টি দেশ এবং কয়েকটি ধারাবাহিক সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এটি ইউন দ্বারা ঘোষিত SADGs গোলস প্ল্যাটফর্ম Ref#234059 এর সাথে যুক্ত। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা পরিবেশকে অগ্রাধিকার দিয়ে চলে, সাম্প্রতিক সংগঠনটি বাংলাদেশে সকল কমিটি উত্তরণ করে এবং এর লক্ষ্য মানব অধিকার রক্ষার চেষ্টায় নিজেদেরকে গড়ে তোলা।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউনিপি) বাংলাদেশ শাখা সম্পর্কে আরও তথ্য এবং আপডেটের জন্য, মোবাইল: 01914728190, ইমেল: [email protected], ওয়েবসাইট: www.uniphq.org এ যোগাযোগ করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.