স্টাফ রিপোর্টার আইরিন জাহান সুনিয়া।
সাতকানিয়ায় সংবাদ সম্মেলন করেন প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন এমপি নদভী,নির্বাচনি প্রচারণা, গনসংযোগে হামলা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলনে চট্রগ্রাম ১৫ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, সাতকানিয়ায় নৌকার সমর্থকদের হুমকি -ধমকি দেওয়া ও অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে।নৌকাকে ডুবাতে তারা উঠপড়েে লেগেছে ষড়যন্ত্রের মাধ্যমে। আওয়ামী লীগ বিক্রি করে টাকার খেলায় মেতে উঠেছে। ডা: মিনহাজ ও তার সেকেন্ড ইন কমান্ড চেয়ারম্যান সুমন ও সহযোগী চেয়ারম্যান আবু সালেহ বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে প্রশ্নবিদ্ধ ও নির্বাচনি পরিবেশকে ধ্বংস করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. নদভী বলেন,সাতকানিয়ায় নৌকার সমর্থকদের উপর একের পর এক হামলার ঘটনা সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফ্তার, বহিরাগত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনকে অবগত করলেও রহস্যজনক কারণে অভিযোগের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।অথচ চরতি সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী অপ্রীতিকর ঘটনার আগে ও পরে প্রশাসনকে অবগত করলেও তড়িৎ ব্যবস্থা গ্রহন করতে ব্যর্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির স্ত্রী ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রিজিয়া রেজা চৌধুরী বলেন,অতীতের ১০ বছরে সাতকানিয়ার জনপদের মানুষ নিরাপদে ছিল।এমপি নদভীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফল স্বরূপ নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে সাধারণ মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততায় ঈর্ষান্বিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপশক্তি নৌকার বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব নৌকার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ অকথ্য ভাষায় বিষেদাগার করে বেড়াচ্ছেন।