1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
Latest Posts

থাইংখালীতে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।

প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মোঃ জয়নাল।
উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে শেখ রাসেল স্মৃতি সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ‘র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।২২ ডিসেম্বর বিকেল ৪ টায় থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলায় একদিকে অংশ নেন টেকনাফের উলুবনিয়া ব্রাদার্স ইউনিয়ন অপরদিকে অংশ নেন ধামনখালী ফুটবল একাদশ।সহস্রাধিক দর্শকের ভীড়ে টানটান উত্তেজনা পূর্ণ খেলায় দুই গোলে উলুবনিয়া ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ধামনখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলেন।

খেলায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ সওদাগর।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদূর রহিম হেলালী,থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ,ইউপি সদস্য আলতাজ আহমদ, মিজবাহ উদ্দীন সেলিম,মুফিদুল আলম,কামাল উদ্দিন,অবাক আহবায়ক, ইঞ্জিনিয়ার রবিউল হাসান,সাংবাদিক শ.ম.গফুর,আওয়ামীলীগ নেতা ফয়সাল মোহাম্মদ ইউসুফ,কৃষকলীগ নেতা আবদূর রহিম,যুবনেতা জুয়েল,হেলাল উদ্দিন প্রমুখ।পুরো খেলার অনুষ্ঠান পরিচালনা করেন থাইংখালী শেখ রাসেল সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব সুলতান আহমদ ও পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো:আনোয়ার।প্রধান অতিথি এম.গফুর উদ্দিন চৌধুরী বলেন খেলাধুলা সকল প্রকার মাদক ও অনৈতিক কাজ থেকে বিরত রাখতে সহায়ক ভুমিকা রাখেন।তাই লেখাপড়া,চাকরীর পাশাপাশি অবসর সময় খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.