আইরিন জাহান সুনিয়া স্টাফ রিপোর্টার।।
সাতকানিয়ায় অবৈধভাবে টিলা কেটে পুকুর বানিয়ে ইটভাটায় মাটি ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলাএলাকায় বিবিসি ব্রিক ফিল্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে টিলা কেটে পুকুর বানানোর অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা এলাকার নমী উদ্দিন এর পুত্র নুরুল মোস্তফা (৪০) কে ৩০ হাজার টাকা এবং অবৈধভাবে টিলা কেটে ইটভাটায় মাটি ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত কবির আহমদ এর পুত্র মোঃ মনিরুল ইসলাম ছোটন (৪৪) কে ১ লক্ষ টাকা সহ দুই জনকে সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ বলেন, সবুজ প্রকৃতিতে ঘেরা এওচিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ইট ভাটা, পাহাড় খেকো এবং মাটি খেকোদের আগ্রাসনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে,এ ব্যাপারে তাদের অনেকবার নিষেধ করা হলেও তাঁরা আইন অমান্য করে এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধভাবে টিলা কেটে ইটভাটায় মাটি ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার সহ দু’জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply