মোঃ সফিউল আজম রুবেল।
গত ২৭শে সেপ্টেম্বর ২৩, বুধবার, বিকাল ৩ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদের'২০২৩ এর তফসিল ঘোষণা অনুষ্ঠান সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের অন্যতমনেতা কাঞ্চন দাসের সভাপতিত্বে সম্মানিত সদস্য, নগর শ্রমিক লীগের নেতা আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি /সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়নের কার্যকরী পরিষদের কর্মকর্তাগণ, বিভিন্ন শাখার সভাপতি /সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ। নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান তফসিল ঘোষণায় বলেন, বৈধ ভোটারদের স্বতঃস্ফূর্ত সকলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ গোপন ব্যালেটে আগামী ২৫ শে অক্টোবর ২০২৩ইং তারিখ সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত গোপন ব্যালেটে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দিন তারিখ নির্ধারণ করা হয়।
এবং আগামী ২৯/০৯/২০২৩ ইং সকাল ১১ টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে খসড়া ভোটার তালিকা টাঙ্গানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে এবং নির্বাচনের দিন সকাল ৯ ঘটিকায ভোট শুরুর ৪৮ ঘন্টা আগে ২৩/১০/২০২৩ ইং রাত ৯ ঘটিকায় প্রার্থীদের সকল প্রকারের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করিতে হইবে। তফসিলে বর্ণিত বিভিন্ন তারিখ ও সময়ে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, যাচাই বাছাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,, মনোনয়ন ফরম বিক্রি, মনোনয়ন ফরম জমাদান, জমাদানকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের কথা উল্লেখ করা হয়। তাহাছাড়া নির্বাচনী ব্যয় মিটানো লক্ষ্যে নির্বাচন উপ-পরিষদ কর্তৃক অনুমোদিত মনোনয়ন ফরম প্রতিসেট নির্ধারিত মূল্য বাবদ ফি এবং প্রত্যেক পদের বিপরীতে জামানত বাবদ প্রদেয় অর্থ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতঃ তাহা ফরমের সাথে সংযুক্ত করে দেওয়ার কথা বলা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইউনিয়নের সকল স্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে সুন্দর ও সফল করার জন্য ইউনিয়নের কর্মকর্তাদেরকে ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার মাধ্যমে, শ্রম আইন ও বিধি মোতাবেক পরিচালক, শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ কার্যালয়ের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রতিনিধি প্রেরণের মাধ্যমে, অপতৎপরতা রোধে ও ভোটের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র ্যাব, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও নগর গোয়েন্দা বিশেষ শাখার প্রয়োজনীয় সংখ্যক শান্তি শৃঙ্খলা বাহনীর ফোর্স মোতায়েন এবং উপস্থিত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।