মোস্তফা জামান চৌধুরী(ফরহাদ),উখিয়া।
গত ৯ সেপ্টেম্বর’২৩ রোজ শনিবার উখিয়া উপজেলাধীন পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী সদ্য বিদায়ী প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিনের অবসর জনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাস্টার কামাল উদ্দিন গত দুই দশক সময় ব্যাপী উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেক্রেটারি কামাল হিসেবে সকলের নিকট পরিচিত।
অবসরের প্রায় দুই মাসে আগে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বিদায় ও সংবর্ধনা উপলক্ষে মানপত্র পাঠ,সস্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান,ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।অতঃপর আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হয়েছে।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলার কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবক ও সুধীবৃন্দ।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন শাহাদত হোছাইন আখন্দ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উখিয়া। স্বাগত বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, সকল শিক্ষকের পক্ষ থেকে বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদ,ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিদায়ি শিক্ষক কামাল উদ্দিনের সহধর্মিণী শাহীন আক্তার।
স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন উখিয়া কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজিত দাশ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান খাঁন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আলী আহমেদ অনিক, ইউ আর সি ইনস্ট্রাক্টর অশোক কুমার আচার্য্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক জেলা সভাপতি এম শামশুল আলম(সাবেক প্রধান শিক্ষক, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)। অতিথিবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উখিয়া উপজেলার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আদিত্য বড়ুয়া রাহুলের সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উখিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার কবি এসএম জসিম উদ্দিন।
Leave a Reply