আব্দুর রাজ্জাক কক্সবাজার।
কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নৌকার মাঝি দুলাল, শফিক, দিল মোহাম্মদসহ ১১ জন জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তারা কক্সবাজারের ৬ নম্বর ঘাটে আসছিল।
হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙর করা অবস্থায় ট্রলারে থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়। পরে দগ্ধদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ভুক্তভোগী ট্রলারের মাঝি দুলাল বলেন, তরকারি গরম করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছেন। আমাদের মধ্যে ৯ জনের অবস্থা খারাপ। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।