1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
Latest Posts

কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও কাঠ জব্দ।

প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মোহাম্মদ রমজান আলী।
কক্সবাজারের রামুর দক্ষিন মিঠাছড়ি পানের ছড়া এলাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমান কাঠ জব্দ করেছে । এসময় এক করাত কলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানের ছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত এর নেতৃত্বে পানের ছড়া রেঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, পানের ছড়া রেঞ্জে অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ করতাকল উচ্ছেদ করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে করাতকল বিধিমালা ২০১২ মতে একটি অবৈধ করাতকল পরিচালনাকারি মোঃ আবুকে ১০’হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এদিকে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অপর ৪ করাতকল মালিকগন পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অভিযানে ১০৮ঘনফুট কাঠ এবং ২৫টি বল্লি জব্দ করা হয়েছে। জব্দকৃত উক্ত কাঠ বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ করাতকল স্থাপন করে বন উজাড় করলে যতো বড় প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনজসম্পদ রক্ষা, বনভূমি উদ্ধার ও সুরক্ষায় প্রশাসন সজাগ রয়েছে বলে জানান। অভিযানে বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.