শফিউল আলম রুবেল চট্টগ্রাম।
‘তামাক নয়, খাদ্য উৎপাদন করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মীরসরাই এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) মীরসরাই উপজেলার সরকার হাট নজরআলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপকূল সমাজ উন্নয়ন সংস্থা এবং সেচ্ছাসেবী সংগঠন সদয়।
প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার গ্রহণ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ।তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সচেতন মূলক প্লে-কার্ড হাতে নিয়ে সরকারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিজামপুর কলেজের সামনে গিয়ে শেষ হয়।
Leave a Reply