বিনোদন প্রতিবেদক।
আমাদের বন্ধু ওমর ফারুক সোহেল চৌধুরী ফারজানা আক্তার রুমি ভাবিকে সাথে নিয়ে একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে যুগল জীবনে পদার্পণ করেছে। তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি। ভালো থেকো সবসময়।বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।
দুটি মানুষ, দুটি হৃদয় এবং দুটি আত্মা মিলিত হয়, বিবাহকে চিরন্তন প্রেম এবং বোঝাপড়ার উদযাপন বলে পরিচিত করতে। একটি সুখী বিবাহ বন্ধন! আজ সেই দিন যখন তোমরা দুজন হাতে হাত মিলিয়ে একটি নতুন যাত্রার দিকে এক ধাপ এগিয়ে যাবে এবং একে অপরকে সবসময় খুশি রাখার প্রতিজ্ঞা করবে। প্রিয় সেরা বন্ধু, আপনার বিবাহের পোশাকে করিডোরে হাঁটতে হাঁটতে আপনাকে কতটা সুন্দর লাগছিল তা কল্পনা করে আমাদের হৃদয় ফুলে যায়! আপনাকে এবং আপনার নতুন জীবন সঙ্গীর জন্য আমাদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন!আল্লাহ তোমাদের মঙ্গল করুক। সুখে থাকো সুখী হও এই কামনা করি।।
ইতি তোমার বন্ধু মহল
Leave a Reply