1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
Latest Posts

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা 

প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩

গত ১৮ মে বৃহস্পতিবার কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কক্সবাজার বার্তা, দৈনিক গণসংযোগ পত্রিকা ও অনিবন্ধিত ১ টি অনলাইন পোর্টালে প্রকাশিত উত্তর মহুরীপাড়া সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, এই ভুয়া সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মূলতঃ সদরের ঝিলংজা লিংকরোড় উত্তর মহুরীপাড়ার মরহুম বদরুদ্দোজার পুত্র আব্দুর রহমান গং বি এস রেকর্ডয়ী মালিক

বি এস খতিয়ান নং ১২৯৩ নং খতিয়ানের আন্দরে  ওয়ারিশ সূত্রে আব্দুর রহমান গং ১.৭১ একর জমি । বি এস দাগ নাম্বার ১৪৮১৪,১৪৮৬৮,১৪৮৮৮,১৪৯৮৪,১৪৯৭০, দাগ ।

আব্দুর রহমান গং পৈত্রিক সূত্রে সর্বমোট ০১.৭১একর জমির মালিক

অপপ্রচারকারী দুষ্কৃতিকারী মহিলা মহেশখালীর বাসিন্দা আব্দুস সবুরের স্ত্রী রেহেনা বেগম । তিনি ক্রয় সূত্রে ১৪৯৮১ ও ১৪৯৮৩ দুই দাগের মালিক।

আব্দুর রহমান গং এর পৈত্রিক সূত্রে বি এস ১৪৯৮৪ দাগে দুষ্কৃতিকারী রেহেনা বেগমের কোন স্বত্ব নাই । যা সরকারি সার্ভিয়ার কর্তৃক ট্রেস ম্যাপ এ চূড়ান্ত প্রমাণ আছে।

দুষ্কৃতিকারী মহিলা রেহেনা বেগম ভাড়াটে গুন্ডাবাহিনী দিয়ে সন্ত্রাসী কায়দায় অবৈধ অস্ত্র সজ্জিত হয়ে জোরপূর্ব আমার পৈতৃক ১৪৯৮৪ বিএস দাগে অবৈধ প্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই বিষয়ে আব্দুর রহমান গং বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,কক্সবাজার এ এম আর মামলা নং ১৩৪২/২০১৯। সূত্র ০৫.০১.২০২০ ইং তারিখের আদেশ মতে-

উক্ত মামলায় ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা তদন্ত প্রতিবেদনে ১৪৯৮১ ও ১৪৯৮৩ দাগের জমিতে রেহানা গং ক্রয় সূত্রে ভোগ দখলে আছে। তবে আব্দুর রহমান গং তাদের ওয়ারিশী প্রাপ্য বি এস ১৪৯৮৪ দাগের জমির অংশবিশেষে রেহেনা বেগম গং এর নির্মাণ এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে মর্মে দেখা যায়।

এই বিষয়ে আব্দুর রহমান গং বাদী হয়ে পৈত্রিক জমি উদ্ধারে রেহেনা বেগমকে আসামি করে সিনিয়র সহকারী জজ আদালত, কক্সবাজার এ অপর মামলা নং ৪০/২০২২ ইং দায়ের করেন।

এই মামলায় বিবাদী উভয় পক্ষকে নালিশি জমিতে Statusquo বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

সংবাদে বলা হয় সীমানার দেওয়াল ভাঙচুর ডাহা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, দুষ্কৃতিকারী রেহেনা বেগম ও স্বার্থন্বেষী মহল

আব্দুর রহমান গং এর বিরুদ্ধে সামাজিক ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে মূলত শাক দিয়ে মাছ ডাকতে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারসহ কৌশল অবলম্বন করে সাংবাদিক ভাইদের  মিথ্যা তথ্য দিয়ে সমাজে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

এতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সচেতন মহলের কাছে যথাযথ বিচার দাবি করছি। এই ঘটনায় সচেতন মহলসহ পাঠকদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী

আব্দুর রহমান

পিতা- মরহুম বদরুদ্দোজা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.