1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
Latest Posts

রামুতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করলেন ডেজার মেশিন।

প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক রামু।

রামুতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করলেন অবৈধ ডেজার মেশিন। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুনিঁয়াপালং ইউনিয়নের দারিয়ার দীঘি কালুর দোকানস্থ ধইল্যার ছড়ায় এই অভিযান পরিচালনা করা হয়, এ সময় পাহাড় কেটে বালু উত্তোলনের কারনে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন বালি উত্তোলনের কারণে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে, খবর পেয়ে আমি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করি,এবং ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহারিত ১টি ড্রেজার মেশিন এবং ৮০ ফুট পাইপ জব্দ করা হয়। মোবাইল কোর্টের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল মাবুদ ও তার লোক জন দ্রুত পালিয়ে যাই তাই কাউকে আটক করা যায়নি ।

এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে পাহাড় ধসে স্থানীয় আশেপাশের ঘরবাড়ি মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন হয়েছে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয় এবং নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। মোবাইল কোট পরিচালনা সময় উপস্থিত ছিলেন রামু রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়ার দীঘি বিট কর্মকর্তা, খুনিয়াপালং ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার নুরুল আবছারসহ বনকর্মী ও,আনসার সদস্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.