আবদুর রাজ্জাক।
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয়, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় মোবাইল সপ এবং মোবাইল সার্ভিসিং এর দোকানে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ফোন মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৯ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক ২০.৩৫ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করে জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট হতে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃতo মোবাইল ফোন উদ্ধার করে।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট দোকানের মালিকদের র্যাব-১৫ কর্তৃক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের পরিচয় ১। সৈকত রায়হান (২০), পিতা-নুরুল আমিন, সাং-খানঘোনা, দোকানের নাম-জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ৯নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা-ঈদগাঁও, ২। মোঃ আব্দুল মালেক (২২), পিতা-সিরাজুল ইসলাম, সাং-হাজিয়ান, দোকানের নাম-ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার, ১নং ওয়ার্ড, ফাসিয়াখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, ৩। সাইফুল ইসলাম তুহিন (২২), পিতা-হোসেন, সাং-মাস্টারপাড়া, দোকানের নাম-টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট, ৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, সর্বজেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন মাধ্যম হতে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ নিজ দোকানের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত চোরাই মোবাইলসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।