আবদুর রাজ্জাক।।
কক্সবাজার সদরের লিংক রোডে স্বত্ব দখলীয় জমি জবর দখল ও চলাচলের রাস্তায় মাটি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দখল করতে মরিয়া হয়ে উঠেছে ভূমি দস্যু মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র। উক্ত চক্রের বিরুদ্ধে জমি জবর-দখলের উদ্দেশ্যে হামলা ও বাড়ি-ঘরের জানালা ভাঙচুর চালানোর ও অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোডের উত্তর মুহুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।এ ব্যাপারে লিংক রোডের উত্তর মুহুরী পাড়া এলাকার মনজুর আলমের ছেলে মো: হারুনুর রশিদ বাদী হয়ে একই এলাকার ছাদেক আহমদের ছেলে ভূমি দস্যু চক্রের মুলহোতা মো: ইয়াছিনকে প্রধান করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, কক্সবাজার এর নিকট একটি অপর মামলা দায়ের করেন। মামলা নং অপর-২০২/২০২২ ইং।
জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোডের উত্তর মুহুরী পাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো : হারুনুর রশিদ ও মেয়ে রেহেনা আক্তারের পৈতৃক সূত্রে পাওয়া ঝিলংজা মৌজার (০.০৪০০) শুন্য দশমিক শুন্য চার শুন্য শুন্য একর জমি যাহার খতিয়ান নং-১৮০৫৩/ দাগ নং- ১৪৬১৭/১৫২০১/২৭৪৯৪/৩২২০২/৩৬২৫১/১৪৪৭৫/২৭৪৯৫ নং দাগের জমির আগত খতিয়ান নং-১৫৫৩৬,৩১৪২ এবং ৫৩৮৪ নং দলিলে খতিয়ান সৃজিত হয়ে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। সম্প্রতি এ জমিতে লোলুপ দৃষ্টি পড়ায় জমিটি জবর-দখলের চেষ্টা শুরু করে লিংক রোডের উত্তর মুহুরী পাড়া এলাকার ছাদেক আহমদের ছেলে ভূমি দস্যু মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র। চক্রটি গত কয়েকদিন আগে পরিকল্পিতভাবে এ জমিতে প্রবেশ করে হামলা ও বাড়ি ঘরের জানালা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং চলাচলের রাস্তায় মাটি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে।জমির পক্ষে কোন প্রকার যৌক্তিক দাবি-দাওয়া ছাড়াই জমির মালিক হারুনুর রশিদ ও রেহেনা আক্তারকে হয়রানি করার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী সুষ্ঠু প্রতিকার চেয়েছেন। এছাড়া যথাসময়ে ব্যবস্থা না নিলে এ নিয়ে অপ্রীতিকর ঘটনারও আশংকা করেছেন এলাকাবাসী। অন্যদিকে হামলাকারিদের অব্যাহত হুমকির কারণে জমির মালিকরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা উপজেলা ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।