1. [email protected] : কক্স সময় টিভি : কক্স সময় টিভি
  2. [email protected] : Somoy@23 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
Latest Posts

দুস্থ ও দরিদ্রদের মাঝে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ নজিবুল ইসলামের ‘ঈদ উপহার’

প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আবদুর রাজ্জাক।

গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচন, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঈদকে সামনে রেখে দুস্থ ও দরিদ্র ৫ শতাধিক মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর-রামু-ঈদগাঁও আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজিবুল ইসলাম।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পিএমখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘ঈদ উপহার’ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে সদর উপজেলার পিএমখালী, চৌফলদন্ডী ও খুরুশকুল ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মাঝে এই ‘ঈদ উপহার’ তুলে দেন মোহাম্মদ নজিবুল ইসলাম। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু। এসময় তিনি মোহাম্মদ নজিবুল ইসলামের এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, নজিব মানবতার সেবায় এগিয়ে আসা এক মানবিক নেতা, তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর-রামু-ঈদগাঁও আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক এই দুর্যোগেও সারাবিশ্বে গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনা শুধুই মানবিকতার গুণে হয়ে উঠেছেন অনন্য। আপন মহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রিশিখর সফলতার মূর্তস্মারক, উন্নয়নের কান্ডারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সংকট মোকাবিলা করে দেশ আজ কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

মোহাম্মদ নজিবুল ইসলাম আরও বলেন, গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচন, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মানবিক আহ্বানে সাড়া দিয়ে ঈদকে সামনে রেখে দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। যতটুকু সম্ভব তা দিয়েই মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। ভবিষ্যতেও দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে। ঈদ উপহার’ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী নেতা ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক মো: রিয়াদ, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল আজিম, পিএমখালী ইউনিয়ন পরিষদের সদস্য, আঞ্জুমান আরা আনজু, আওয়ামী লীগ নেতা আব্বাসউদ্দীন, মো শাহীন কোং, চৌফলদন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহসানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমানুল হক, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হুদা, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল, মোঃ কালাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ নজিবুল ইসলাম করোনাকালিন সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন আর বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতা হাত। এছাড়াও তার নিজ উদ্যোগে বছরব্যাপি চলছে প্রান্তিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
অফিস: লিংক রোড সদর কক্সবাজার © All rights reserved © coxsomoytv.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Themes Seller.